সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:১২

অনলাইন পত্রিকার নিবন্ধনের সময় বাড়ল

দেশের অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা একমাস বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে।

দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধ করার জন্য সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে সরকার।

এদিকে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ ঘোষণা দেয়া হয়, অনলাইন পত্রিকা নিবন্ধন করতে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একইসঙ্গে প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। 

নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। এছাড়া নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করতে হবে।

নির্ধারিত ফরমে দাখিল করা তথ্যদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন দেবে। অনলাইন পত্রিকা নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত