সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০২৩ ১৮:৪১

তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে হবে : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “তরুণদের বই পড়ায় আগ্রহী করতে হবে। ওরা যেন মাদকে না জড়ায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।”

বুধবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “অর্থনীতির পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও সরকার কাজ করছে। সাহিত্য চর্চার পাশাপাশি আন্তর্জাতিক চর্চার বিষয়টি সবার মাথায় রাখতে হবে।”

তিনি বলেন, “বাংলা সাহিত্যের সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে। যুগের তাগিদে বইয়ের ডিজিটাল ভার্সন জরুরি।”

অনির্বাচিত সরকারের জন্য একটি গ্রুপ তৎপর হয়ে উঠছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে সরকার নির্বাচিত করবে জনগণ।”

এর আগে বাংলা একাডেমি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ৭টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

গ্রন্থগুলোর মধ্যে ৬টি হলো, শেখ হাসিনা সম্পাদিত বঙ্গবন্ধুর রচনাবলি, আমার জীবননীতি আমার রাজনীতি, বাংলা একাডেমি পত্রিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী সংখ্যা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: পাঠ বিশ্লেষণ, কারাগারের রোজনামচার: পাঠ বিশ্লেষণ, আমার দেখা নয়াচীন: পাঠ বিশ্লেষণ।

বিকেল ৩টার দিকে বইমেলার উদ্বোধন করতে বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী।

গত তিন বছর মহামারির কারণে প্রধানমন্ত্রী মেলায় উপস্থিত হতে পারেননি। এর আগে প্রতি বছরই সশরীরে হাজির হয়ে বইমেলা উদ্বোধন করতেন সরকারপ্রধান।

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিট অর্থাৎ মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৮টি প্যাভিলিয়ন থাকবে।

বইমেলার আঙ্গিকগত ও বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে অর্থাৎ মন্দিরগেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে। গতবারের প্রবেশপথটি বাহির পথ হিসেবে চিহ্নিত থাকবে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে আরো ৩টি প্রবেশ ও বাহিরপথ থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত