
১৯ নভেম্বর, ২০২৩ ১৭:৩৭
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন।
রোববার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
হবিগঞ্জ-৪ আসনটির বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী। তিনি সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে দ্বিতীয় দিনে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৪৫টি, চট্রগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি ও রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়েছে।
এদিন সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি। পরে তিনি বিরক্ত হয়ে ফিরে যান।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে শনিবার ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়। দলীয় সভাপতি শেখ হাসিনার নামে ফরম তোলা হয়েছে গোপালগঞ্জ-৩ আসন থেকে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য ফরম তোলা হয়েছে নোয়াখালী-৫ আসনের জন্য।
প্রথম দিন আলোচিত আরও যারা ফরম নিয়েছেন তাদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থী হতে চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ফরম তুলেছেন ঢাকা-৬ ও ৮ আসন থেকে।
ফরম বিক্রি ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। এরপর সেগুলো বিচার-বিশ্লেষণ করে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের মনোনয়ন বোর্ড।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর।
আপনার মন্তব্য