০২ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩৬
রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় রংপুর জেলা প্রশাসকের হল রুমে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।
একই সঙ্গে আরও তিনজনের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মশিউর রহমান রাঙ্গা জাপায় রওশন এরশাদপন্থি নেতা হিসেবে পরিচিত।
জানা গেছে, রংপুর-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার সকালে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকসহ চারটি মামলার তিনটির কাগজ জমা হয়েছে, একটির কাগজ জমা করেননি মশিউর রহমান রাঙ্গা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান গণমাধ্যমকে বলেন, কাগজপত্রে ত্রুটি থাকায় চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মন্তব্য