সিলেটটুডে ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৩ ১৬:৩৩

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন হিরো আলম

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল আবেদন করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে আসেন তিনি।

ওই সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমার কোনো ঋণ দেখাতে পারেনি, মামলা দেখাতে পারেনি। আমার ওকালতনামায় একটা তথ্য কম পেয়েছে তারা। মানুষ মাত্রই ভুল হয়, তারা চাইলে ওখান থেকেই আমার এই সমস্যা সমাধান করে দিতে পারত। কিন্তু তা করেনি। এর জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আপিল করলাম, আশা করছি এখান থেকে আমার প্রার্থিতা ফিরে পাব।’

নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ ভালোই আছে। কিন্তু এমন থাকবে কি না জানি না। আমার প্রতিবারই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মারামারি হয়, এবারও ওখানে আওয়ামী লীগের প্রার্থী আছে। এবারও হবে কি না জানি না।’

নির্বাচনে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এবারও এর মধ্যে দিয়ে যাব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

এ ছাড়া হিরো আলম তার হলফনামার সঙ্গে সম্পদের আয় ও ব্যয়ের বিবরণী জমা দেননি। তার হলফনামা নোটারি পাবলিক করা থাকলেও সেখানে স্বাক্ষর করেননি।

আপনার মন্তব্য

আলোচিত