সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০২৪ ১৩:২৩

কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ২০২৪

ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রের বাইরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা ঘোড়া প্রতীকের সমর্থক বলে দাবি করেছেন প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রিজাইডিং কর্মকর্তা হাসান আহমেদ কামরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন জহিরুল আহমেদ ও তুহিন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর মধ্যে জহিরুলের অভিযোগ, মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই মহানগর ছাত্রলীগ নেতা সুমন তাদের দুজনকে গুলি করেছেন।

তিনি বলেন, ‘ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।’

এ ঘটনায় ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, ‘বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনার সমর্থকরা ভোট দিতে আসতে দিচ্ছে না। বিভিন্ন স্থানে তারা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে গুলিবিদ্ধ হয়েছে আমার কর্মীরা। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

এ বিষয়ে মহানগর ছাত্রলীগ নেতা সুমন বলেন, ‘ঘোড়া প্রতীকের কর্মীরাই প্রথম আমার ওপর গুলি চালায়। পরে আত্মরক্ষায় আমিও পাল্টা গুলি চালাই।’

এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা হাসান আহমেদ কামরুল বলেন, ‘ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে। বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।’

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘গুলির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত