সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০২৪ ১৭:১০

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে সরকার

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়ে সরকার।

বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভারতের ন্যাশনাল করপোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে এ পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে। সরকারই এ প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে।

গত বছরের ৮ ডিসেম্বর থেকে হঠাৎই ভারত অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। সে সময়ে বলা হয়, স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু গত ২৩ মার্চ অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রফতানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত