সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০২৪ ০২:২৬

‘ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে এবার যে ব্যাখ্যা দিল ইউনূস সেন্টার

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘ট্রি অব পিস’ পুরস্কার পাওয়া ঘিরে সৃষ্ট বিতর্কের মধ্যে এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ইউনূস সেন্টার।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই বক্তব্য তুলে ধরেছে তারা।

ইউনূস সেন্টার বলেছে, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকু ফোরামের আয়োজক নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ অধ্যাপক ইউনূসকে পাঠানো ই–মেইলে জানান, এ সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে অধ্যাপক ইউনূসকে ইউনেসকো–প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে অধ্যাপক ইউনূসকে পাঠানো বাকু ফোরামের অফিশিয়াল অনুষ্ঠানসূচিতেও অধ্যাপক ইউনূস ইউনেসকোর পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয়েছিল। অধ্যাপক ইউনূসকে বাকু ফোরামের সমাপনী নৈশভোজে যোগদানের বিষয়টি বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়, যাতে তিনি ‘ট্রি অব পিস’ পুরস্কারটি গ্রহণের জন্য মঞ্চে সশরীর উপস্থিত থাকেন।

ইউনূস সেন্টার সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনেসকোর পুরস্কারের বিষয়টি উল্লেখ করে। অধ্যাপক ইউনূসকে প্রদত্ত ‘ট্রি অব পিস’ ২০১৪ সালে প্রধানমন্ত্রীকে প্রদত্ত পদকের একই ভাস্করের একই ভাস্কর্য।

ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ২০২৩ সালের জুনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইউনেসকোর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় ইউনেসকো এবং অধ্যাপক ইউনূস প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল ইউনেসকোর ফিট ফর লাইফ ফ্ল্যাগশিপের অধীন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করে যাওয়া।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল বুধবার সাংবাদিকদের বলেছিলেন, ড. ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। তিনি বলেন, ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন।

মন্ত্রীর এই বক্তব্যের পর পুরস্কারটি নিয়ে ওই ব্যাখ্যা পাঠিয়েছে ইউনূস সেন্টার।

এদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাওয়া ‘ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে মনে করছেন তার আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন। হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘উনি (বিদেশে অবস্থানরত ড. ইউনূস) আসলে হয়তোবা বলতে পারবেন। সেখানে হয়তোবা ভুলভ্রান্তি হতে পারে। অথচ এটাকে বলা হচ্ছে প্রতারণা, যা দুঃখজনক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন আরও বলেন, ‘ড. ইউনূস সাহেব তো এ ধরনের কোনো বিবৃতি দেননি। সম্মেলন হয়েছে সত্য, নয়জন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে দাওয়াত দিয়ে নিয়েছেন, এটিও সত্য। একজন ভাস্কর এসেছেন, উনি হয়তোবা ইউনেসকোর একজন সম্মানিত সদস্য, সেখান থেকে পুরস্কার দেওয়া হয়েছে। এখান থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি একজন কেরানি টাইপের কোনো ব্যক্তি হয়তো দিয়েছেন, সেটিকে তার নামে চালিয়ে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়।’

আপনার মন্তব্য

আলোচিত