০৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪২
প্রতীকী ছবি
আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ, যা জুলাইয়ে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ, যা আগের মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।
রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্যানুযায়ী, আগস্টে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৪ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯.৬৮ শতাংশ। আগস্টে গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ১০.৯৫ শতাংশ, জুলাইয়ে ছিল ১১.৮৯ শতাংশ।
আর শহর পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ১০.০১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ১১.২৭ ভাগ শতাংশ।
৮ আগস্ট ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ৯ আগস্ট থেকে রাজধানীর কাঁচাবাজারগুলো মনিটরিং শুরু করেন শিক্ষার্থীরা।
চলমান বন্যা পরিস্থিতির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পেঁয়াজ, আলু ও ডিমের আমদানি শুল্ক প্রত্যাহার করতে বলে।
আপনার মন্তব্য