সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২৪

আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারী নিহত, আহত ২০

শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো এলাকার মাস্কট গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে অন্য দুই গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিল্পাঅঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছেন।

নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম। তিনি গাইবান্ধা জেলার সদর থানার গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী। রোকেয়া মাস্কট গার্মেন্টস কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

আহত অন্য শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি।

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা পার্শ্ববর্তী অন্য দুটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে মাস্কট গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষনা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশ, সেনাবাহীনিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত