সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:০৮

হরতালে নাশকতার মামলা: ১৫ জনের যাবজ্জীবন

রাজগঞ্জে হরতাল চলাকালে বেইলি ব্রিজ ভাঙাসহ নাশকতার মামলায় খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতিসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ আদেশ দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিল ৬০ জন। এরমধ্যে সিরাজগঞ্জের খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমানসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের সদর থানার ফকিরতলা এলাকায় সরকারি বেইলি ব্রিজ ভেঙে ফেলে হরতাল সমর্থকরা। এ ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির ৪০ জনকে আসামির করে মামালা দায়ের করা হয়। মামালার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন পরে তদন্ত শেষে আরও ২০ জনের নাম অন্তর্ভুক্ত করেন।

পরে মামালাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৫ সালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ৪৫জনকে বেকসুর খালাস ও ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

আপনার মন্তব্য

আলোচিত