সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫ ২৩:০৭

মেট্রোরেলের ছাদে ব্যক্তি, রাতে চলাচল বন্ধ

ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় রাত ৮টার পর থেকে বন্ধ আছে পুরো মেট্রোরেল নেটওয়ার্ক।

মেট্রো লাইনের বিভিন্ন জায়গায় আটকা পড়েছে একাধিক ট্রেন।

রাত ৯টা দিকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) এক বার্তায় বলা হয়, “সচিবালয় স্টেশনে ২টা কারের মধ্যবর্তী স্থানে দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল রাত ৮টা ৫মিনিট হতে বন্ধ করা হয়।

“আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”

এখন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন যাত্রা শুরু করে রাত ১০টা ১০ মিনিটে।

এর আগে মেট্রোরেলের পক্ষ থেকে বলা হয়, দুজনের মধ্যে একজন ট্রেনের উপরে ছিলেন। আরেকজন নেমে দৌড় দিয়েছেন। তার খোঁজ চলছে।

এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, এক শিশুকে ছাদে দেখা গেছে। তাকে ছাদ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে।

মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত। এগুলো যে তার ছুঁয়ে চলে, সেগুলো দিয়ে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়।

‘মোহাম্মদ আলী’ নামে একটি ফেইসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, জ্যাকেট ও জিন্স পরা একজন মেট্রোর ছাদে বসে আছেন। একজন পুলিশ কর্মকর্তা মই নিয়ে তাকে নামিয়ে আনার চেষ্টা করছেন। তখন ছাদে থাকা ব্যক্তি মাথার ওপর মেট্রোর তার ধরার হুমকি দিতে থাকেন। এ দৃশ্য দেখে স্টেশনে অবস্থান করা যাত্রীরা চীৎকার করে ওঠেন।

ভিডিওতে দেখা যায়, ছাদে থাকা ব্যক্তি পুলিশকে দূরে সরে যেতে ইশারা করতে থাকেন। এসময় আরেকজন গিয়ে মেট্রোর দুই বগির মাঝ দিয়ে উঠে শিশুটিকে থাবা দিয়ে ধরে পাঁজাকোলা করে নামিয়ে আনেন।

ইশরাত জাহান নামে একজন যাত্রী বলেন, রাত সোয়া ৮টার পর ফার্মগেট আর বিজয় সরণির মাঝামাঝি হঠাৎ ট্রেন থেমে যায়। যাত্রীদের আতঙ্কিত না হতে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত