সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০১৬ ১৮:৫৭

কান্না মুছে আতিউর বললেন, আমি ক্ষমাপ্রার্থী (ভিডিও)

বিদায় লগ্নে কান্নায় ভেঙ্গে পড়েন বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগকারী গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার সকালে পদত্যাগের পর সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অর্থনীতিবিদ। এসময় তিনি দেশবাসীর কাছে ক্ষমাও প্রার্থনা করেন।

সদ্য বিদায়ী এই গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং লোপাট হওয়া অর্থকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করেছেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার গলা ধরে আসে। তিনি বলেন, ‘আমি সাত বছর দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভের ২৮ বিলিয়ন ডলার থেকে অর্থ চুরি হোক- এটা আমি কখনও চাইনি।’

আবেগাপ্লুত কণ্ঠে আতি্উর বলেন, আমি গত সাত বছরে একদিনও ছুটি কাটাই নি। আমার সন্তানদেরও সময় দেইনি। কেবল বাংলাদেশের জন্য কাজ করেছি।'

আতিউর বলেন, 'মাননীয় অর্থমন্ত্রী বলেছেন আমি চলে গেলেই ভালো হয়। এটা তিনি বলতেই পারেন। তাঁর মতামত দিতেই পারেন।'

তিনি বলেন, ‌'আমি চেষ্টা করেছি দুষ্টের দমনের জন্য। এজন্য কেউ না কেউ ক্ষুব্দ হতেই পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি দেশের পক্ষে কাজ করে যাবো।'

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে। তারপরও যদি কোনও ভুল করে থাকি তাহলে, আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

এসময় তিনি অর্থ চুরির ঘটনাকে জঙ্গি হামলা ও ভূমিকম্পের মতো ঘটনা বলে অভিহিত করেন। এই কেলেংকারি মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছেন সে বিষয়েও সাংবাদিকদের অভিহিত করেন আতিউর।

সোমবার ভারত থেকে দেশে ফেরার পর থেকেই তাকে পদত্যাগ করতে বলা হতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গভর্নরের পদত্যাগের সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বেলা ১২টায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত