সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৬ ১৭:২৮

আফগানিস্তানে দুই বাংলাদেশি অপহৃত

আফগানিস্তানে কর্মরত অবস্থায় দুই বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তারা দুজনেই বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা।

অপহৃত কর্মকর্তা দু’জন হলেন, হাজি শওকত (৫০) ও মো. সিরাজুল ইসলাম খান সুমন (৩৭)। হাজি শওকত আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত। আর পাবনার মো. সিরাজুল ইসলাম খান সুমন সেখানে সংস্থাটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকায় ব্র্যাকের কমিউনিকেশন্স হেড রনি মির্জা জানিয়েছেন, নিয়মিত ফিল্ড ভিজিট শেষে আফগানিস্তানের কুন্দুজ থেকে কাবুলে ফিরছিলেন ব্র্যাকের তিন কর্মকর্তা। এদের মধ্যে একজন আফগান ও দু’জন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন। পথিমধ্যে তাদের গাড়ি থামিয়ে গাড়িচালক ও আফগান কর্মকর্তাকে ছেড়ে দিলেও অস্ত্রের মুখে বাংলাদেশি দুই কর্মকর্তাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।


তিনি আরো জানান, এ ব্যাপারে ব্র্যাকের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানে এ ঘটনায় তদন্তও শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এর অংশ হিসেবে গাড়িচালক ও ওই আফগান কর্মকর্তাকে আটকও করেছে পুলিশ।

এ ব্যাপারে ব্র্যাকের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত