সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৬ ১৬:৫৩

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলনে যাবে বিএনপি

আবারও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে  কঠোর আন্দোলন কর্মসূচি দেবে বলে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি।

শুক্রবার (৮ এপ্রিল) দলের নয়া পল্টনের কার্যালয়ে  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন।

তিনি বলেন, “আমি দলের পক্ষ থেকে অবিলম্বে তাদের (সরকার) এই গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহবান জানাচ্ছি। অন্যথায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

রিজভী বলেন, ‘‘বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তারপরও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে সরকারের দুর্নীতির ব্যপ্তি আরও বৃদ্ধি করার জন্য।”

অন্যদের মধ্যে সংবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ

আপনার মন্তব্য

আলোচিত