সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৬ ১৯:২০

রাবি শিক্ষক হত্যাকান্ড: কিলিং মিশনে ছিল ৩ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় তিনজন অংশ নিয়েছিল।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, দুইজন ‘নারায়ে তাগবির, আল্লাহু আকবার’ বলে শ্লোগান দিয়ে শিক্ষক রেজাউল করিমের উপর মামলা চালায়। আর অপরজন মোটরসাইকেলে বসেছিল।

কোন তিনজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল অল্প সময়ের মধ্যে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এ হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে, পুলিশের কয়েকটি টিম তথ্য সংগ্রহের কাজ করছে বলে জানান তিনি।

গত শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।

এ ঘটনায় পুলিশ নগরীর এক ওয়ার্ড শিবির নেতা, অধ্যাপক রেজাউল করিমের গ্রামের বাড়ির এক মসজিদের ইমাম ও এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত