সিলটটুডে ডেস্ক

১২ মে, ২০১৬ ১০:৫৭

বিজিবি ক্যাম্পে মিয়ানমার সেনার মর্টার হামলা : নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

বান্দরবানের আলীকদমের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী মর্টার শেল হামলা চালিয়েছে। এ সময় তারা পর পর ৩টি মটার শেল নিক্ষেপ করেছে।

এদিকে আত্মরক্ষার্থে বিজিবি'র পক্ষ থেকেও পাল্টা হামলা চালানো হয়।

বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, বুধবার রাত ১০টার দিকে জেলার থানছি উপজেলার সীমান্তবর্তী বড়মদকে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে বেশ কয়েকবার বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, রাতে জেলার থানছি উপজেলার আলীকদমে দূর্গম বড়মদক বিজিবি ক্যাম্পে ৩টি মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। মর্টারশেলগুলো ক্যাম্প থেকে প্রায় একশ গজ দূরত্বে বিজিবি হেলিপ্যাডে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, মিয়ানমার আর্মিদের দু’গ্রুপের সংঘর্ষ চলছিল। এ সময় কয়েকটি মর্টার শেল আলীকদমের বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নের ওপর দিয়ে যায়।

ঘটনার পর থেকে মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত