সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৬ ২১:০৬

নিজামীকে ফাঁসি দেয়ায় ঢাকা ছেড়েছেন তুরস্কের রাষ্ট্রদূত

একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত দেউরিম ওজর্তুককে সরিয়ে নিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার (১২ মে) সকালে তিনি ঢাকা ছেড়ে গেছেন বলেও একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার কোনও খবর তাদের কাছে নেই। তবে দেউরিম একটি ই-মেইল বার্তায় আগেই জানিয়েছিলেন ১২ মে তিনি ঢাকা ছাড়ছেন।

এদিকে দায়িত্বশীল সূত্রটি নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালেই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন রাষ্ট্রদূত।

এর আগে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত এখন বাংলাদেশে অবস্থান করছেন না। রাষ্ট্রদূত প্রত্যাহার বিষয়ক কোনও বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলেই জানান তিনি।

চ্যানেল নিউজ এশিয়া ও দ্য স্টার একই ধরনের সংবাদ পরিবেশন করে বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজেই একটি বক্তৃতায় এই প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

এদিকে তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত নিউজ জানাচ্ছে, নিজামীর ফাঁসির ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য দেউরিম ওজর্তুককে সে দেশে ডেকে আনা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত