সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৬ ১৭:১০

পাকিস্তানের আচরণে সরকার বিরক্ত, বললেন শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ায় আলম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের আচরণে সরকার বিরক্ত।

শুক্রবার(১৫ মে) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, "যুদ্ধাপরাধীর বিচার নিয়ে পাকিস্তানের অবস্থান খুবই বেদনাদায়ক"।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আর তুরস্কের রি-অ্যাকশনটাকে এক পাল্লায় মাপার সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ (অনেক বেশি বেদনাদায়ক)। আমাদের জন্য খুবই ডিস্টার্বিং এবং সেখানে শুধু যে ফাঁসির সময় নিন্দা করা হয়েছে, তা নয়।’

শাহরিয়ার আলম বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী রয়েছে। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্তের চেয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বেশি হচ্ছে।

এসময় তিনি বলেন, ১শ’ ৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ তাও জানতে চাইবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত