সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৬ ২০:০৯

নূরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেশের জ্যেষ্ঠতম এই নারী সাংবাদিকের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’এর সম্পাদক নূরজাহান বেগম। গত ৫ই মে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

৮ মে শনিবার দুপুরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়।

নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ১৯৯৭ সালে তিনি রোকেয়া পদক পান। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।

আপনার মন্তব্য

আলোচিত