সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০১৬ ২১:২৩

আশ্রমের সেবায়েত খুন: ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় কূটনীতিক

পাবনার অনুকূল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

শুক্রবার বেলা দেড়টার দিকে রাজশাহী থেকে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরে তিনি সেবাশ্রমের লোকজনের সঙ্গে কথা বলেন। আশ্রমে নিহত নিত্যরঞ্জনের লাশও নেওয়া হয়েছে।

এর আগে ঝিনাইদহে দুর্গা মন্দিরের পুরোহিত হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা।

শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণের সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে। এর আগে পুরোহিত ও খ্রিষ্টান ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনায় শুক্রবার রাত থেকে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। এ অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই পাবনায় খুনের ঘটনা ঘটলো।

আপনার মন্তব্য

আলোচিত