সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৬ ২১:০৮

কারা মহাপরিদর্শকের ‘শেষ দেখে নেওয়ার’ হুমকি

কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের ‘শেষ দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শনিবার (১৮ জুন) সন্ধ্যায় আইজি প্রিজন সাংবাদিকদের জানিয়েছেন।

আইজি প্রিজন এসময় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৩ শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যথাক্রমে যশোর কারাগার, কুমিল্লা কারাগার ও রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। ধারণা করছি তাদের চালান করে দেওয়ায় কিলার আব্বাসের লোকজন এ হুমকি দিয়েছে। এর আগেও তাকে এরকম হুমকি দেওয়া হয়েছিল।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, সাংবাদিক পরিচয়ে (মোবাইল নম্বর: ০১৭৫৬৮১৭২৬৯) তার ব্যক্তিগত মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের নামে রাজধানীর বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। তিন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যশোর কারাগার, কুমিল্লা কারাগার ও রাজশাহী কারাগারে পাঠানো হয়।

মোবাইল ফোনে এসএমএস-এ বলা হয়, 'মিস্টার আইজি, আপনি কি পাগল হয়ে গেছেন। রমজানের ঈদের আগে কোনো কারণ ছাড়া আমার ভাইকে যশোর জেলে পাঠিয়েছেন। আপনার শেষ দেখে নেওয়া হবে। আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন থেকে বিভিন্ন পত্র পত্রিকায় আপনার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।'

আপনার মন্তব্য

আলোচিত