সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ১২:০৩

'তার একবার না, ১৪ বার ফাঁসি হওয়া উচিত'

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার দুই সাক্ষী। ‘তার একবার না, ১৪ বার ফাঁসি হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন এক সাক্ষী। 

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। 

রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের বাসিন্দা মামলার দুই সাক্ষী হাসিনা খাতুন ও মৃদুল দে।

কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যায় মৃত্যুদণ্ড হয় মীর কাসেমের। জসিমের মামাতো বোন চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা বৃদ্ধা হাসিনা খাতুন বলেন, ‘সঠিক বিচার হয়েছে। এখন আমি খুব খুশি। আমার ভাই জসিমকে সে (মীর কাসেম) ধরে নিয়ে হত্যা করেছে। আমার বাসা থেকে বের হওয়ার পরই জসিমকে ধরে নিয়ে গিয়েছিল। রায় দ্রুত কার্যকর চাই।’

মামলার আরেক সাক্ষী চট্টগ্রাম নগরের হাজারিগলি এলাকার বাসিন্দা প্রৌঢ় মৃদুল দে বলেন, ‘হাজারিগলি হিন্দু-অধ্যুষিত এলাকা। একাত্তরে মীর কাসেম আলী এই এলাকাকে টার্গেট করে। আমার চোখের সামনে টুন্টু দাস ও রঞ্জিত দাসকে ডালিম ভবনে ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করে। বিচারে আমরা খুশি। তার (মীর কাসেম) একবার না, ১৪ বার ফাঁসি হওয়া উচিত।’

আপনার মন্তব্য

আলোচিত