সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৬ ১৪:৩৩

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় এএসআই গ্রেপ্তার

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় আবদুস সালাম নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার দুপুরে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হকের একক বেঞ্চ সালামকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে শাহবাগ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সালামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ে সম্প্রতি পাসপোর্টের আবেদন করেন। পাসপোর্ট দুটি ভেরিফিকেশনের (যাচাই) জন্য পুলিশ তাঁদের বাসায় যায়। ওই সময় এএসআই বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন।

পরে বিষয়টি হাইকোর্টে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এএসআইকে তলব করেন।

আজ আদালতে হাজির হওয়ার পর এএসআই দোষ স্বীকার করেন। পরে বিচারক হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে এনে এএসআই সালামকে পুলিশের হাতে তুলে দিতে বলেন। এর পর কামাল হোসেন এএসআইকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত