সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৬ ০২:০৬

১১ নারীর হাতে ‘অনন্যা শীর্ষদশ’ সম্মাননা

পাক্ষিক অনন্যার পক্ষ থেকে দেওয়া হলো ‘অনন্যা শীর্ষদশ-২০১৫’ সম্মাননা পেয়েছেন ১১ নারী।

মানবিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের সক্ষমতা ও অগ্রগতিকে তুলে ধরছেন, ১০টি বিভাগে এমন ১১ নারীকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ গতকাল এ সম্মাননা প্রদান করা হয়। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পাক্ষিক অনন্যা এ সম্মাননা প্রদান করে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক,উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন নারী আন্দোলনের তিন নেত্রী মাহফুজা খাতুন, খুশী কবির এবং ডা. দীপু মনি।

অনন্যার সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

১০টি বিভাগে এবারের সম্মাননাপ্রাপ্ত ১১ বিশিষ্ট নারী হলেন- লুভা নাহিদ চৌধুরী (সাংগঠনিক দক্ষতা), সোনিয়া বশির কবির (প্রযুক্তিপেশা), ওয়াসফিয়া নাজরীন (পর্বতারোহণ),  মালিহা এম কাদির (উদ্যোক্তা), অণিমা মুক্তি গোমেজ (সংগীত), সুপ্রীতি ধর (সাংবাদিকতা), মাবিয়া আক্তার ও  মাহফুজা খাতুন (খেলাধুলা), অপর্ণা ঘোষ (চলচ্চিত্র), উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া (শিক্ষা) এবং সাহিদা আক্তার স্বর্ণা (সমাজকর্ম)।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত ২২০ জন কৃতী নারী পেয়েছেন এ স্বীকৃতি।

আপনার মন্তব্য

আলোচিত