সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১১

দীপন হত্যা ও টুটুল হত্যাচেষ্টার অন্যতম ‘হোতা’ গ্রেফতার

ফয়সল আরেফিন দীপন

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও আহমেদ রশিদ টুটুল হত্যা-চেষ্টার অন্যতম পরিকল্পনাকারী আবদুস সবুর ওরফে রাজুকে টঙ্গী রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি’র উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারের পর সবুরকে মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মাসুদুর রহমান আরও বলেন, সবুরকে গ্রেফতারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

এছাড়া সবুরের নাম ওরফে সাদ ওরফে সামাদ এবং সুজন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ২৩ আগস্ট রাতে দীপন হত্যার ঘটনা পুরস্কারঘোষিত জঙ্গি শামীম ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাকেও টঙ্গীর চেরাগ আলী থেকে গ্রেফতার করা হয়েছিল।

গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

ওই দিন আরেক প্রকাশনী প্রতিষ্ঠান শুদ্ধস্বরের আহমেদ রশিদ টুটুলসহ তিনজনের ওপর হামলা চালানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত