সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৭ ২১:৫৫

‘দেশে লোডশেডিং নেই, আছে লোড শেয়ারিং’

দেশে লোডশেডিং নেই দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘দেশে লোডশেডিং নেই, আছে লোড শেয়ারিং। লোড শেয়ারিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে এনার্জি রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন নসরুল হামিদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ঘাটতি শহরে আছে, গ্রামেও আছে। তবে গ্রামে একটু বেশি। রমজানে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আড়াই থেকে তিন বছর লাগবে।’

প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছে। এতে বিদ্যুতের দাম বাড়বে। এ বর্ধিত দাম যৌক্তিক কি না জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি চাই এ নিয়ে বিস্তর আলোচনা হোক এবং সংসদে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক।’

বিদ্যুৎ খাতের যেভাবে উন্নয়ন হয়েছে জ্বালানিতে হয়েছে কি না জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘ওই খাতে উন্নয়ন প্রয়োজন। সে লক্ষ্যেই কাজ করছি।’

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজন। এজন্য এলইডি লাইটের ওপর কর কমানোর প্রস্তাব করা হয়েছে।’

এনার্জি রিপোর্টার্স ফোরামের চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের নির্বাহী পরিচালক সদরুল হাসান।

আপনার মন্তব্য

আলোচিত