সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৭ ১৮:৪৮

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৯ টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিহতরা হলেন খোশালপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সোহেল (১৮) ও মহেশপুরের শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে হারুন অর রশিদ (১৫)। এদের মধ্যে সোহেল রানা মহেশপুরের বাকশপোতা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানান, উপজেলার খোশালপুর সীমান্তে খোলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেলসহ কয়েকজন ব্যক্তি গরু নিয়ে ফেরার সময় সকাল ৯ টার দিকে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।। ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়। তাদের লাশ কাঁটাতারের বেড়ার পাশে পড়ে ছিল বলেও জানায় স্থানীয়রা।

খোশালপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র পাঠানো হবে।

বিজিবির ঝিনাইদহ ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, “ঘটনা সম্পর্কে আপনারা যা শুনেছেন; আমিও তাই শুনেছি। পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে, বৈঠকের পরই বিস্তারিত বলতে পারব।”

আপনার মন্তব্য

আলোচিত