সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৭ ১৩:৩৬

বুধবার বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল

দেশের অভ্যন্তরীণ গন্তব্যের চারটি রুটে আজ বুধবারের সকল ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (২১ জুন) রাতের মধ্যে দুটি উড়োজাহাজ মেরামত হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব রুটে পূর্বসূচি অনুযায়ী ফ্লাইট চলবে।

জানা গেছে, দেশের অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইট পরিচালনার দুটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ গ্রাউন্ডেড থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে বিপর্যয় ঘটেছে। এ কারণে গতকাল মঙ্গলবার কোনো ফ্লাইট চালাতে পারেনি বিমান। ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকবে আজও। দুটি উড়োজাহাজের মধ্যে নিয়মিত ইঞ্জিন মেরামতের জন্য একটি রয়েছে হ্যাঙ্গারে। অন্যটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় মেরামতের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়েছে।

বিমান সূত্র জানায়, দেশের সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার দুটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ ব্যবহার করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজের পাশাপাশি ইন্টারন্যাশনাল ফ্লাইটে বোয়িং ৭৩৭ উড়োজাহাজে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন করা হয়। অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনায় দুটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ ব্যবহার করে বিমান।

আপনার মন্তব্য

আলোচিত