সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৭ ১৮:৩৩

‘পানির নীচে রাস্তা ভালো’, ঢাকায় ট্রাফিক বিভাগের সাইনবোর্ড

"পানির নীচে রাস্তা ভালো"। অদ্ভুত এই বক্তব্যটি লেখা রয়েছে ঢাকার ট্রাফিক বিভাগের একটি সাইনবোর্ডে।

ফাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর দিকে আসতে র‍্যাডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারটির গোড়ায় সাইনবোর্ডটি স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।

এই সাইনবোর্ডের ছবি ফেসবুকে তুলেদিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।
 
সাইনবোর্ডে লেখা রয়েছে- 'পানির নিচে রাস্তা ভালো'।

র‍্যাডিসন হোটেলের সামনে ট্রাফিক বিভাগের এই একটি সাইনবোর্ডই ঢাকার মানুষের যানজট ও জলজটে নাকাল পরিস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট।

গত কদিনের টানা বৃষ্টিতে ঢাকার মানুষ যে কী পরিমাণ ভোগান্তিতে দিন কাটাচ্ছে তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একটু নজর বোলালেই বোঝা যায়।

জানা গেছে, টানা বৃষ্টির কারণে ঢাকায় যানজট পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এমনকি গভীর রাত পর্যন্ত রাস্তাগুলোতে যানজট ছিল। ভোরবেলায়ও দেখা গেছে ব্যস্ত কর্মদিবসের মতো তীব্র যানজট।

সূত্র : বিবিসি বাংলা

আপনার মন্তব্য

আলোচিত