সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৭ ০০:৪৬

আড়াই মাস পর খোঁজ মিলল সাংবাদিক উৎপল দাসের

নিখোঁজের প্রায় আড়াই মাস পর খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়।

মঙ্গলবার রাত ১২টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়েছে বলে উৎপলের পত্রিকা পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, “বুক থেকে পাথর নেমে গেছে। উৎপল  নারায়ণগঞ্জে আছে।  বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে।”

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাসও ছেলে ফিরে আসার কথা জানিয়েছেন।

তিনি বলেন, “মায়ের সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন রূপগঞ্জে আছে বলে জানিয়েছে।”

উৎপলের মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি বলেন, “এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছি। গ্রামের বাড়ি নরসিংদী যাব। আমি ভালো আছি।  বেড়াতে বের হয়েছিলাম।”

এর আগে উৎপলের সহকর্মী-বন্ধুরা তার ভাইবার সচল হওয়ার নোটিফিকেশন পান মোবাইল ফোনে। এরপর বেশ কয়েকজন সহকর্মী-বন্ধুর সঙ্গেও উৎপলের কথাও হয় জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।

তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি এখনও জানি না। আমরা খোঁজ নিচ্ছি।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত