সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৭ ১৪:০৪

সব প্রস্তুতি সম্পন্ন, কাল রংপুরে নির্বাচন

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ কাল (বৃহস্পতিবার)। মঙ্গলবার মধ্যরাতেই শেষ হয়েছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা।

এরই মধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা নির্বাচনী কার্যালয় থেকে অমোচনীয় কালি, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি নগরীর নির্বাচনী অফিসে পাঠানো হচ্ছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন ৪৪ জন ম্যাজিস্ট্রেট। মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি আর আনসার সদস্য।

রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার প্রায় ৪ লাখ। আগামীকালের নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৬ জন কাউন্সিলর।

আপনার মন্তব্য

আলোচিত