সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৭ ২০:১৫

৬৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টি

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার রাত সোয়া ৮টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৬৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা।

৬৯ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৫৬ হাজার ৭৭২ ভোট, আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ২১ হাজার ৮৫৫ ভোট এবং বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা ১১ হাজার ৭৭১ ভোট পেয়েছেন। নির্বাচন অফিস সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ৬৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত