সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৮ ২০:৩৯

শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় দেখতে চান অর্থমন্ত্রী

ফাইল ছবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার সরকারে দেখতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নরওয়ের নরফান্ডের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশের অর্থনীতি অনেক এগিয়েছে। গ্রোথ ৬ দশমিক ৬ থেকে ৭- এ উঠেছে। শেষ দুই বছরে ৭ এর উপরে রয়েছে। কৃষি খাতে বেশ অগ্রগতি এসেছে। বিদ্যুৎ, অবকাঠামো খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাচ্ছে।

তিনি বলেন, উন্নয়নে বেসরকারি খাতের (পিপিপি) অংশগ্রহণ বেড়েছে। আমরা এলডিসি থেকে ডেভেলপমেন্ট দেশে উঠে আসছি। দেশের জনগণকে বলবো- এসডিজি অর্জনে শেখ হাসিনা সরকারকে আরেকবার সুযোগ দিন।

নরওয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত। বিদেশি বিনিয়োগের জন্য সরকারের পলিসি খুবই সহজ। ব্যবসাবান্ধব পরিবেশ ধরে রাখতে সরকার কাজ করছে। ইতোমধ্যে যারা বিদেশি বিনিয়োগ করেছেন, তারা সন্তুষ্ট।

আপনার মন্তব্য

আলোচিত