সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০১৮ ২১:২৭

সব যাত্রীর বীমা নিশ্চিত করেই বিমানে ওঠানো হয়েছিল: ত্রাণমন্ত্রী

নেপালের কাঠমান্ডুতে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ থেকে উড্ডয়নের আগে সব যাত্রীর বীমা নিশ্চিত করে বিমানে ওঠানো হয়েছিল। সে কারণে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্বজনদের সরকারিভাবে সহায়তা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।  

সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে ত্রাণমন্ত্রী এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, নেপালে যারা চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয় আমরা তা নিশ্চিত করার চেষ্টা করছি।

ত্রাণমন্ত্রী জানান, ‘এই ঘটনা কেন কীভাবে ঘটলো তা তদন্ত সাপেক্ষে বের করার চেষ্টা করা হবে। ইউএস বাংলা ও বিমান মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে নেপালে। বিমান বিধ্বস্তের ঘটনায় ইতোমধ্যে বিমান মন্ত্রণালয় একটি হটলাইন খুলেছে। বাড়তি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে আর কোনও হটলাইনের প্রয়োজন নেই।’

আজ সোমবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। ঢাকা থেকে রওনা দেওয়া বিমানটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত