সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৮ ০১:৪৪

কোরআনের কোথায় আছে জাতীয় সংগীত গাওয়া যাবে না, প্রশ্ন হাইকোর্টের

জাতীয় সংগীত প্রতিযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশনামূলক সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এদিন হাইকোর্ট রিট আবেদনকারীর আইনজীবীকে উদ্দেশ করে বিচারক প্রশ্ন করেন, ‘আপনি দেখান পবিত্র কোরআনের কোথায় আছে, জাতীয় সংগীত গাওয়া যাবে না? পবিত্র কোরানের কোথাও নেই যে, জাতীয় সংগীত গাওয়া যাবে না ।‘

মঙ্গলবার (২৭ মার্চ) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে শুনানিতে আদালত আইনজীবী তৈমুর আলম খন্দকারের উদ্দেশে বলেন, ‘আগে তো মাদ্রাসার সিলেবাসে অংক, ইংরেজি, বিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত ছিল না। যুগের চাহিদা অনুযায়ী সে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। মাদ্রাসা শিক্ষা দিন দিন উন্নত হচ্ছে। প্রকারান্তরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষতি করার জন্যই এ রিট করা হয়েছে।’

বিচারক আরও বলেন, ‘ব্রিটিশ আমলে আমরা ইংরেজি না শিখে পিছিয়ে পড়েছিলাম। মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে দিতে এ ধরনের রিট করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত