সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৮ ১৩:২৬

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ : পুলিশের গুলিতে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদীঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের গুলিতে মালেক মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোররাত ৪টার দিকে সাগরদীঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  নিহত মালেক মিয়া একই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সকালে গণমাধ্যমকে বলেন, ‘আজ ভোর ৪টার দিকে কয়েকজন সন্ত্রাসী সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছুড়ে। এতে একজন মারা গেছে বলে শুনেছি।’

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনার কারণে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের তিন উপজেলার আট  ইউনিয়ন ও একটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, সারা দেশে একযোগে ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড এবং একটি উপজেলায় আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে।  সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটগ্রহণ উপলক্ষে এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। নির্বাচনী এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ভোটপ্রদান করতে পারেন সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমিশন সূত্র জানায়, গতকাল মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বাস, ইজিবাইক, ট্রাক, অটোরিকশা, মাইক্রোবাস, বেবিট্যাক্সি, কার, ট্যাক্সিক্যাব, জিপ, পিকআপ, টেম্পো ইত্যাদি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সেই সঙ্গে ভোটগ্রহণের আগের তিনদিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া গতকাল মধ্যরাত ১২টা থেকে আজ মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিটবোট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত