সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৫ ০০:৪৬

শুক্রবার থেকে রোজা শুরু

বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার থেকে রোজা শুরু হবে। অর্থাৎ, বৃহস্পতিবার ভোররাতে সেহরী খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার হবে প্রথম রোজা।

১৮ জুন বৃহস্পতিবার ১৪৩৬ হিজরি বর্ষের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস। সেই হিসাবে আগামী ১৪ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।

রমজান মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।

আপনার মন্তব্য

আলোচিত