সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০১৮ ১৪:১৫

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থী রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। এখনো বাংলাদেশে রোহিঙ্গারা আসছেন বলেও তিনি জানান।

সোমবার (২ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: স্থায়ী সমাধানের পথ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

সম্মেলনে বক্তব্য রাখেন, মিয়ানমার বিষয়ক কানাডার বিশেষ দূত রবার্ট কেইথ রাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের এক্সিকিউটিভ ডিরেক্টর মানজুর হাসান এবং অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

আপনার মন্তব্য

আলোচিত