নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০১৮ ২৩:১৩

ধর্ষণের বিরুদ্ধে একাও প্রতিবাদ করা যায়!

“একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। ধর্ষণ বন্ধ করুন। #Be_a_real_man. #Stop_rape.”- এমন বার্তা নিয়ে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ ও আজমপুর ফুটওভার ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলেন এক নারী। নাম আফসানা কিশোয়ার লোচন। পেশায় ব্যাংক কর্মকর্তা; লেখকও।

নিজের সাড়ে ছয় বছরের মেয়েকে স্কুলে দিয়ে সোমবার সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন আফসানা। উদ্দেশ্য দেশব্যাপী ছড়িয়ে পড়া ধর্ষণ প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ করা।

ধর্ষণের বিরুদ্ধে একাও প্রতিবাদ করা যায় এমনটা প্রমাণ করেছেন তিনি। জানালেন, ‘বন্ধুবান্ধব বা ৫০ জনকে এক জায়গায় জড়ো করতে করতে দেখা যাবে বিষয়টিই চাপা পড়ে গেছে। তাই একাই দাঁড়িয়ে গেলাম। আমাকে দেখে যদি অন্যরা উদ্বুদ্ধ হয়।’

“চারিদিকে ধর্ষণের খবরে গতকাল রাতে আমার মনে হল, এই মানসিক চাপ আমি আর নিতে পারছি না। আই হ্যাভ টু ডু সামথিং। এমনিতে কিছু হলে তো আমরা শাহবাগে দাঁড়াই, সবাইকে একত্রিত করতে সময় লেগে যায়। তাই পোস্টার লিখে একাই দাঁড়িয়ে গেলাম।”

নিজ নিজ এলাকায় একা হলেও সবাই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হবেন এমনই আশা আফসানার।

আপনার মন্তব্য

আলোচিত