সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৮ ২১:১০

বরখাস্ত ভূমি মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা

দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুতুব‌কে বরখাস্ত ক‌রে গত ১২ এপ্রিল আদেশ জা‌রি ক‌রে ভূ‌মি মন্ত্রণালয়।

ভূমি সচিব মো. আব্দুল জলিল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় মামলার পর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

এজন্য তাকে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধির নোট অনুযায়ী গত ৮ এ‌প্রিল থে‌কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন।

এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

সেই মামলায় গত ৮ এপ্রিল ঢাকার সেগুন বাগিচা এলাকা থেকে কুতুব‌কে গ্রেপ্তারের কথা জানায় দুদক। ওই‌দিন বিকালেই তাকে ঢাকার আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত