সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৮ ২১:৪২

কোটা সংস্কার আন্দোলনের মামলায় চারজন রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনে শাহবাগে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার ঘটনায় করা এক মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ মে) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী সাতজন আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া হলেন- রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসা ভাঙচুরের মামলায় গত ২৯ এপ্রিল চানখাঁরপুল এলাকা থেকে ডিবি পুলিশ এদের গ্রেপ্তার করে। তাদেরকে আজ (বৃহস্পতিবার) এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৮ এপ্রিল শাহবাগে প্রধান সড়ক বন্ধ করে টায়ার ও আসবাব জ্বালানোসহ নাশকতা ও দায়িত্বরত পুলিশকে মারধর করাসহ কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার পুলিশ এ মামলা করে।

একই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত