সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৮ ০৬:৩৭

‘বিশ্বকাপের সময়ে পতাকা ওড়াতে বাধা নাই’

বিশ্বকাপ ফুটবলের সময়ে বাংলাদেশে বিদেশি পতাকা ওড়ানো নিষিদ্ধ চেয়ে হাই কোর্টে করা রিট খারিজ হয়ে গেছে।

সুর্নিদিষ্ট প্রক্রিয়া মেনে রিটটি দাখিল না করায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শাহিদুল করিম মঙ্গলবার রিটটি খারিজ করে দেন।

গাইবান্ধার মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আমিন গত ২৭ মে এই রিট করেন। তারপর দিন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে রিটটি খারিজ হওয়ার পর রিটকারী অন্য বেঞ্চে আবার রিট করার কথা জানিয়েছিলেন। এবার ৪ জুন করা এই রিটটিও খারিজ হয়ে গেল।

রিটকারীর আইনজীবী আব্দুল হালিম বলেন, বিশ্বকাপের সময় বিদেশি পতাকা ওড়ানোর আইনি বাধা আর রইল না।

নুরুল আমিনের করা রিটে বলা হয়, ‘বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী বিদেশি দূতাবাসের সামনে সেইসব দেশের পতাকা ওড়ানো যাবে। কিন্তু দেশের অন্য কোন জায়গায় তা ওড়াতে হলে সরকারের অনুমতি নিতে হবে।’

বিশ্বকাপের সময় বাংলাদেশে বিদেশি পতাকা ওড়ানো নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিবকে একটি নির্দেশনা জারির আহবান করা হয়েছিল ওই রিটে।

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ-২০১৮। এবারের বিশ্বকাপ উপলক্ষেও ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা ওড়ছে।

আপনার মন্তব্য

আলোচিত