সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৮ ১৬:০৫

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিদেশি পতাকা ওড়ানো বন্ধে রুল

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে জাতীয় পতাকা ও বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আর আগে গত ২৮ মে (রোববার) বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা উত্তোলন বন্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনজুরুল হকসহ ১৩ জন এই রিট আবেদনটি দায়ের করেন।

এ রিটের প্রেক্ষিতে আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী ফরহাদ রেজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।


আপনার মন্তব্য

আলোচিত