সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৮ ২১:৫৫

লুসি হল্টকে দেয়া হল বাংলাদেশি পাসপোর্ট

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বৃটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট কে দেয়া হল বাংলাদেশি পাসপোর্ট।  

শুক্রবার (৯ জুলাই) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশনে লুসি হেলেন ফ্রান্সিস হল্টের হাতে পাসপোর্টটি তুলে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিক জামান। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা রহিমা সুলতানা কাজল, অক্সফোর্ড মিশনের কর্মকর্তা দিপালী বাইনসহ মিশনের স্টাফরা।

বাংলাদেশি পাসপোর্ট পেয়ে লুসি হল্ট বলেন, আমি খুব উচ্ছ্বসিত বাংলাদেশি পাসপোর্ট পেয়ে। আমি বাংলার মাটিতেই মৃত্যুবরণ করব এবং আমাকে এখানেই সমাহিত করার কথা বলেছি। এই দেশকে আমি অনেক ভালোবাসি।

৮৮বছর বয়সী ইংল্যান্ডের নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট ৫৭ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন এবং মানুষের সেবা করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে এলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বসে লুসি হল্টের হাতে ভিসা ফি মওকুফ পত্র তুলে দেন।

লুসিকে ভিসার জন্য প্রতিবছর বিপুল পরিমাণ টাকা খরচ করতে হতো। তাই তিনি দ্বৈত নাগরিকত্ব চেয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে নজর কাড়ে প্রধানমন্ত্রীর।

মুক্তিযুদ্ধের সময় লুসি হল্ট বাংলাদেশের পক্ষে কাজ করেন এবং সে সময়ের অবস্থা তার দেশের নাগরিকদের জানিয়েছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত