সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৮ ১৮:২৮

জ্বালানিতে আমদানি নির্ভরতা কৃত্রিম গ্যাস সংকট তৈরি করছে

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়িয়ে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১০ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞদের বক্তব্যে এই তথ্য উঠে আসে।

‘গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি : জাতীয় স্বার্থবিরোধী মহাপরিকল্পনা ও এলএনজির ওপর নির্ভরতা’ শীর্ষক এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। এ ছাড়া সভায় কথা বলেন শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষক আনু মুহাম্মদ।

আলোচনায় বলা হয়, ২০১৭ সালে দুই দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে ২২ শতাংশ। এ বছর দাম আরো ৩০ শতাংশ বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এলপিজি ও এলএনজির ওপর নির্ভরতার ফলে মূলত বেসরকারি খাতে নির্ভরশীলতাই বাড়ছে বলেও মনে করে এ সংগঠনটি।

সভায় আরো বলা হয়, গত ১০ বছরে কোনো নতুন ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাপেক্সের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার অর্ধেক সময় চলে গেলেও ১০৮টির মধ্যে কূপ খনন হয়েছে মাত্র আটটি। আরো দুইটির খনন কাজ শুরু হয়েছে। তাড়াহুড়ো করে এতগুলো কূপ খননের পরিকল্পনা বাস্তবায়নযোগ্য নয় বলেও তারা মনে করেন।

আপনার মন্তব্য

আলোচিত