সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৮ ১১:২০

ইজতেমা নিয়ে মুখোমুখি তাবলীগের দুই পক্ষ, সড়ক অবরোধ

ফাইল ছবি

বিশ্ব ইজতেমা পরিচালনা সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার বিমানবন্দর সড়কের গোল চত্বরে তাবলীগ জামাতের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল থেকে এই উত্তেজনার মধ্যে বিমানবন্দর সড়কের টঙ্গীমুখী অংশে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

তাদের এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নিয়েছে। এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। মহাখালীর পর থেকে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দূরপাল্লার যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, তাবলীগ জামায়াতের একটি পক্ষ রয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আর অন্য পক্ষের লোকজন ভোর থেকে টঙ্গীর দিকে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে বিমানবন্দর সড়কে ঢাকা থেকে বের হওয়ার পথের একপাশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে দিতে।

টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ। পুলিশের দাবি করছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

মহানগর পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, দুই পক্ষের লোকজন বিমানবন্দর গোল চত্বর ছাড়াও আবদুল্লাহপুর এলাকা ও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুটা ধাওয়া-পাল্টা ধাওয়া, স্লোগানও হয়েছে। দুপক্ষকে বোঝানোর চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত