সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৫

নিপুণ রায়ের জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরেক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী ও আরিফা সুলতানা রুমার রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেন এ আদেশ দেন।

মঙ্গলবার সকালে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও নিপুণ রায়ের বাবা এডভোকট নিতাই রায় চৌধুরীসহ আরো অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেন। আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এর আগে ১৬ নভেম্বর পল্টন থানার দায়ের করা আরেক মামলায় বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনের রিমান্ডে আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। গত ১৫ নভেম্বর পল্টনের নাইটিংগেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

আপনার মন্তব্য

আলোচিত