সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৪

বৃহৎ পরিসরে কিছু করার জন্যই নির্বাচনে মাশরাফি

বৃহৎ পরিসরে দেশের জন্য কিছু করার সুযোগকে কাজে লাগাতেই নির্বাচনে এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন ওয়ানডে সিরিজ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমার ক্যারিয়ার অবশ্যই লাস্টের দিকে। আমি আমার মতো করেই ক্রিকেটটা খেলেছি, আমার মতো করেই আমার স্ট্রাগলিং লাইফে যতটুকু পেরেছি, খেলেছি। তবে আমি সবসময় এনজয় করেছি মানুষের জন্য কাজ করতে পারাটা।’

তিনি আরও বলেন, ‘এটা আমার একটা ছোট বেলার শখ ছিল বলতে পারেন। ছোট বেলার চাওয়া ছিল। এই সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। এই কারণেই বৃহৎ পরিসরে যদি কিছু করা যায়, সেই সুযোগটাই আরকি।’

মাশরাফি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, আপনার নিজস্ব পারসোনালিটি থাকা উচিত। আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত। এ রকম অনেকেই আছে, সাপোর্ট করে কিন্তু বলে না। সো, আমার কাছে মনে হয় যে, প্রত্যেকে যে যার দল করে, ঠিক সেই সম্মানটা তার প্রতি থাকা উচিত এবং তার মতো করে সে দেশের জন্য কাজ করবে এই মানসিকতায় থাকা উচিত।’

নির্বাচনে অংশ নেওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘যারা যে কমেন্টগুলা করছে ওইগুলাতো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারব না। তবে অবশ্যই আমার রেসপেক্ট ওনাদের ওপর আছে।’

বাংলাদেশ দলের এ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার শেষ আর শুরুতে কিছু যায় আসবে না। এটা আমি ভাবিওনি কোনোদিন, আর ভাবিও না। তবে অবশ্যই সিরিজটা জিততে চাই আমরা। আর আমার চোখে ঠিক আগের ১০টা সিরিজ যেভাবে আগে খেলেছি, ঠিক সেভাবেই খেলব।’

এ সময় নির্বাচনী এলাকা নিয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, ‘এখনো ঘোরার সুযোগ পাইনি আমি, যাওয়ার সুযোগ হয়নি। যেটা বললাম যে সিরিজের জন্য এখনো আমি যেতে পারিনি। পুরা সিরিজটা খেলার পর আমি যাব। এখন তো নড়াইলের মানুষদের ওপরও অনেক কিছু ডিপেন্ড করছে। এখনো আমি যেতে পারিনি। যাওয়ার পরে হয়তো বা যে কাজগুলা আছে, সেগুলা আমি করব।’

আপনার মন্তব্য

আলোচিত