সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৯

ভিকারুননিসার ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেদন ৯ জানুয়ারি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় আগামী ৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ ডিসেম্বর) মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করে এ তারিখ ঠিক করেন।

মামলায় আসামিরা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষক হাসনা হেনা।

গত সোমবার রাজধানীর শান্তিনগরে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ভিকারুননিসা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী। স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী আগের দিন রোববার পরীক্ষার হলে মোবাইল ফোনে নকল নিয়ে টেবিলে রেখে লিখছিল। অন্যদিকে স্বজনদের দাবি, অরিত্রী নকল করেনি। পরে সোমবার অরিত্রীর বাবা-মাকে ডেকে নেওয়া হয় স্কুলে। তখন অরিত্রীর সামনে তার বাবা-মাকে অপমান করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, দণ্ডবিধির ৩০৫ ধারায় করা এই মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ১০ বছর কারাদণ্ড।

আপনার মন্তব্য

আলোচিত